কবি চিত্তরঞ্জন সাহা চিতু-এর কবিতা
আমাদের নজরুল
বাংলার বুলবুল,
অামাদের প্রিয় কবি
বিদ্রোহী নজরুল।
লিচুচোর ভোর হলো
অারো কত ছড়া,
লেখাগুলো ভারি মজা
যেন রসে ভরা।
প্রতিবাদ ছিলো তার,
জেলে যেতো বার বার।
তবু কবি করতো না ভয়,
নির্ভয়ে লেখা লিখে
অানতো বিজয়।
সেই কবি মান করে
বলে নিতো কথা,
কেটে ছিলো চুপচাপ
বড় নীরবতা।
অামাদের সেই কবি
অাছে মন জুড়ে,
ভুলবো না কিছুতেই
থাকুক যত দুরে
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


