Tuesday, October 28, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

অণুগল্প

পুষ্পাবাদকারী

আমিনুল ইসলাম মামুন : আবাদের জন্য সুনিপুণ প্রস্তুতি সম্পন্ন হওয়াটা অত্যাবশ্যক। শীতলতা ছাড়া ভালো ফুল ফোটানো খুব একটা সম্ভব হয় না বললেই চলে। তাই আবাদকারীর মাঝে শীতলতা প্রায় অপরিহার্য। বছরে তিনটি, দুটি, একটি আবার কারও কারও ক্ষেত্রে একটিও ফলানো সম্ভব হয় না। কোনো কোনো আবাদকারীর পক্ষে অনেকগুলো ফলানো সম্ভব হলেও কখনও কখনও কারো কারো ক্ষেত্রে সেগুলো ঘ্রাণ নেয়ার প্রায় অযোগ্য হয়ে পড়ে।

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবাদকারীদের ফুলগুলো বিক্রির জন্য পাঠানোর ব্যবস্থা করা হলেও বছরের একটি সময় সবগুলো ফুল এক স্থানে জড়ো হোক, ক্রেতারা সেখানে আসুক আর কিনে নিক; এটা আবাদকারীদের একান্ত চাওয়া।

মেলার বিদায় বেলায় হিসাব কষলে একেক আবাদকারীর হিসাব একেক রকম হয়। কারও পুরো একটি ফুলের সবগুলো পাপড়ি বিক্রি হয়ে যায়। কারও আংশিক পাপড়ি বিক্রি হয়। আর কারও বিক্রি শূন্য। স্বপ্নের আবাদকারী কবি আবার নতুন স্বপ্নে বুক বাঁধে আরও বইফুল নিয়ে পাঠকের কাছে পৌঁছে দিতে তার স্বপ্নবৃক্ষের ফুলগুলো; যেগুলো পাঠকের বুকে জাগাবে নতুন স্বপ্নের ভ্রুণ।

অন্যরা এখন যা পড়ছেন

ব্যথা কাব্যের প্রাসাদ

ব্যথা কাব্যের প্রাসাদ আমিনুল ইসলাম মামুন ব্যথা জমিয়ে কাব্যের প্রাসাদ গড়েছি গড়তে চাইনি কখনো এ তোমার মহান কৃপা! প্রাসাদের মূলবিস্তারিত পড়ুন

বইয়ের কাছে যাই

বইয়ের কাছে যাই আমিনুল ইসলাম মামুন ফুলের সুবাস হার মেনে যায় নতুন বইয়ের ঘ্রাণে মিষ্টি বাতাস দেয় দোলা দেয় বইবিস্তারিত পড়ুন

রুপার চোখে জল

আমিনুল ইসলাম মামুন : এই পথে প্রতিদিন সকালে অফিসে যায় আদিত্য। শান্ত চেহারার ছেলেটি সুঠাম দেহের অধিকারী। গায়ের রং উজ্জ্বল।বিস্তারিত পড়ুন

  • আমিনুল ইসলাম মামুন-এর একগুচ্ছ ছড়া…