বাংলাদেশ; আকিদুল ইসলাম সাদী
৫৬৯৭৭ ব. মা. আয়তনের ভূ-খণ্ড
মোদের সোনার বাংলাদেশ,
সবুজ-শ্যামলে ছায়াঘেরা তার
রূপের নাইরে শেষ।
অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সবে
লড়ি শত্রু হঠাবার,
বায়ান্ন-একাত্তরের ইতিহাস আজও
প্রমাণ করে তার।
সাম্প্রদায়ীক কোন দাঙ্গা-হাঙ্গায়
নয়তো মোরা বিশ্বাসী,
শান্তির পরশ এই মাতৃভূমি
অবলোকন করে বিশ্ববাসী।
এ দেশের গড়া আমলা যারা
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আজ,
সু-নামের সহিত লড়ছে তারা
ক্লান্তহীন করছে কাজ।
ধার্মীকতার এক অনন্য উদাহরণ
মাসজিদের শহর ঢাকা,
গ্রাম-গঞ্জের পরতে পরতে
ভ্রাতৃত্বের বন্ধন আঁকা।
এমনি একটি লীলাভূমি ইহা
অধ্যুষিত সব জাতি,
হিংসা নয়; ভালোবাসায় ভরপুর
একে অপরের প্রতি।
তাইতো সবখানেই মমতা তার
থাকে সদা সুপ্ত,
যেথায় যাই ছুটে তবুও
হৃদয়ে প্রেম গুপ্ত।


