Tuesday, October 28, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

বিকেল চড়ুই

ভালো থেকো বিকেল চড়ুই
ছাই পাখাটায় স্বপ্ন নিয়ে
রোদভেজা এই বারান্দা নয়
ভোর জানালায় আবার এসো।

শ্যাওলা ঠোঁটে ফড়িংরবে
কিচিরমিচির গল্প হবে
ঘুনচে কাঠের এই জানালায়
খুব প্রভাতে আবার এসো।

কাঁচ পুতুলের নিমন্ত্রনে
বৃষ্টি শেষের মাতাল গানে
রোদ ভেজা ঐ ঘুলঘুলিটায়
আবার এসো আবার এসো।

মাঝদুপুরের পত্র নিয়ে
সকাল আবার বিকেল হবে
তোমার সাথে মিষ্টি গানে
সাঁঝ ফুরোবে সাঁঝ ফুরোবে।

চায়ের কাপের শেষ চুমুকে
এই শহরের বিকেল মিশে
তোমার আমার আলাপ হবে
বিকেল চড়ুই আবার এসো।

ভালো থেকো বিকেল চড়ুই
অবাক হওয়ার স্বপ্ন নিয়ে
খুব নিরালায়,খুব আড়ালে
বিকেল যখন শিমুল ডালে
রৌদ্রেপোড়া বিকেল চড়ুই
এমনি করে আবার এসো।

অন্যরা এখন যা পড়ছেন

আমিনুল ইসলাম মামুন-এর একগুচ্ছ ছড়া…

তারা জ্বলে কথা বলে আমিনুল ইসলাম মামুন তারা জ্বলে কথা বলে পূর্ণিমা রাতে খোকা-খুকু হেসে বলে তারাদের সাথে। আয় তারাবিস্তারিত পড়ুন

কে? | হাবীবাহ নাসরীন

কে? হাবীবাহ নাসরীন তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে তোমার নামে চোখের কোলে নীলচে কাজল কে আঁকবেবিস্তারিত পড়ুন

শ্রাবণ দিনের গান

আমি বৃষ্টি জলে সাজিয়েছিলেম প্রেমের অভিধান , তুমি আসবে বলে গেয়েছিলেম শ্রাবণ দিনের গান । মেঘে মেঘে উড়ো চিঠি কালচেবিস্তারিত পড়ুন

  • বন্ধুহীন