মোহাম্মদ সফিউল হক-এর এক জোড়া একটি রুবাইয়াত
১. আমায় তুমি করলে বাহির আমার ঘরের দখল নিয়ে
দারোয়ানের কাজ করালে বন্ধু তুমি আমায় দিয়ে ;
এখন আমার দিন কাটেরে চৌকাঠেতে মাথা ঠুকে
তবুও রোজ স্বপ্ন দেখি তোমার প্রেমের শরাব পিয়ে।
২. এই যে দেখ নগ্ন চোখে পার করেছি ক্রান্তিকাল
মনুষ্যত্ব নেই এখানে মানবতা টালমাটাল ;
মানব গর্ভে জন্ম নেয়া মানুষ কেমনে পশু হয়
জানোয়ারের নখরেতে শুভ্র সমাজ আজ বেহাল।
৩. এই তল্লাটের তুমিই রাজা তুমিই নবাব
পুকুর চুরি করা দেখি তোমার স্বভাব ;
দোষী কেবল করিমুদ্দীন রহিমুদ্দীন
ক্ষুধায় কাতর যাদের আছে অসীম অভাব।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


