লেখক পরিচিতি
শহীদুল ইসলাম মামুন

শহীদুল ইসলাম মামুন ১৯৯৪ইং সনের ৫ডিসেম্বর ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে অবস্থিত ওলামা বাজার নামক স্থানে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এই লেখক জন্ম গ্রহণ করেন।
পিতা-জে এম সিরাজুল ইসলাম পেশায়:ফ্যামিলির ভালোবাসায় নিজ জন্মভূমি ত্যাগ করে প্রবাসে দিন কাটাচ্ছেন। মাতা-এম এস আলেয়া বেগম তিনি একজন আদর্শ গৃহিণী। লেখক তিন ভাইয়ের মধ্যে সবার বড়। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তিনি।
ছোটবেলা থেকে নিজ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দারুল উলুম আল-হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় অধ্যায়নরত আছেন এই লেখক।
কৈশোর বয়সে সাহিত্যের প্রতি দুর্দমনীয় টান থেকে লেখালেখির জগতে আসা। বলা চলে লেখালেখির হাতে খড়ি। বর্তমান প্রতিদিন, দৈনিক এই সময়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সহ বিভিন্ন পাক্ষিক ও মাসিক পত্রিকার সাহিত্য বিভাগে লেখে যাচ্ছেন নিয়মিত। লেখালেখির স্মৃতি সংখ্যা ২০১৬।
দুই বাংলার কবিদের কবিতা নিয়ে যৌথ কাব্য গ্রন্থ কবিকোষ(২-৩) ও যৌথ কাব্য গ্রন্থ তারুণ্যের ছন্দ মালা, যৌথ কাব্য গ্রন্থ রক্ত ভেজা আরাকান, স্বপ্নের কাব্য ভেলা, স্বপ্নের কাব্য, কবিয়ানা, সহ জনপ্রিয় এই বইগুলিতে লেখকের লেখক পরিচিতি ও লেখা ছাপানো হয়। লেখক লেখা পড়ার পাশাপাশি সাহিত্য কর্মের কাজটিও চালিয়ে যাচ্ছেন নিরবে-নিভৃতে।
অন্যরা এখন যা পড়ছেন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
এম. শরীফ হোসেন
এম. শরীফ হোসেন ১৯৮৪ সনের ২৮ সেপ্টেম্বর নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল (রশিদেরবাড়ী) গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মো: চাঁনবিস্তারিত পড়ুন
ঈদের দিন
ঈদের দিন শহীদুল ইসলাম মামুন সবার মনে রঙ লেগেছে রোজা শেষে আজ ঈদ, ছোট বড় সবাই মিলে গাইছে আজ খুশিরবিস্তারিত পড়ুন


