Tuesday, October 28, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

শ্রেষ্ঠ মানব

শ্রেষ্ঠ মানব
এম.শরীফ হোসেন


শ্রমিক তোমার ঘামে ভেজা
ইটের এ শহর,
তোমার দেয়া রক্ত শ্রমে
আমি স্বার্থপর।

তুমি মহান শ্রেষ্ঠ তুমি
তুমি শ্রমজীবি,
আমি অলস বেঁচে থাকি
হয়ে পরজীবি।

রৌদ্র প্রখর রাত্রি প্রহর
ঝড় বৃষ্টি ঢেউ
তোমায় শত উপহাস করে
নোয়াতে পারেনি কেউ।

পেটের ক্ষুধা? আমরা ভাবি
আসলে তা নয়,
পাষান বসের বেদম চাপে
কাজেই জীবন ক্ষয়।

তবুও তোমার মুখে হাসি
মন করোনা ভার,
দু’মুঠো ভাত, নুনে ডালে
দিনকে কর পার।

ফ্যানের বায়ু, চেয়ার টেবিলে
আমি সাজি বস,
অথচ তুমি হাত না নাড়লে
আমার জীবন ধ্বস।

তবুও আমি উত্তম রই
মুজুরিও বলে তাই,
অধম তুমি এ নিয়ে কোনো
লোভ লালসা নাই।

পাঁজর ভাঙ্গা হাজার কষ্টে
বসের সুখ খোঁজো,
বসের মুখের হাসি দেখে
তন্দ্রায় চোঁখ বুজো।

সত্যিই তুমি উত্তম মানব
অধম হলো তারা,
তোমার চাকায় ভর করে
সুখ খোঁজে যারা।

হাজার সালাম লাল সালাম
শ্রমিক তোমার তরে,
ঘামে ভেজা ক্লান্ত দেহে
হাসি থাকুক ধরে।

অন্যরা এখন যা পড়ছেন

এম. শরীফ হোসেন

এম. শরীফ হোসেন ১৯৮৪ সনের ২৮ সেপ্টেম্বর নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল (রশিদেরবাড়ী) গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মো: চাঁনবিস্তারিত পড়ুন