সময়ের স্রোতে
সময়ের স্রোতে
– আবু জাফর
হিংসা মানুষকে হিংস্র করে
হিংস্রতা করে লোভী,
যার পরিনাম বড়ই কঠিন
নই তো কেহ ভাবী।
লোভে পাপি জীবন যাপি
চাহিদা উচ্চবিলাস,
হই বিবেকশূন্য করি কার্পণ্য,
হবে সর্বনাশ।
মানুষ নামের মানুষ হব
আশরাফুল-মাখলুকাত,
উম্মত হয়ে পেয়ারা নবীর
পাই যেন শাফায়াত।
সময়ের স্রোতে জীবন রথে
আমরা বহমান,
পৃথিবী হতে পরজগতে,
হই যে আগুয়ান।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


