Tuesday, October 28, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

১০ জানুয়ারি ‘৭২-এর ভাষণে ছিলো ধর্মীয় চেতনা

আকিদুল ইসলাম সাদী : ১০-ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ২৫ শে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। বন্ধি থাকেন জালিমের কারাগারে। মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলে। এক পর্যায় ৯ টি মাস যুদ্ধ শেষে আমরা স্বাধীনতা পাই। বিশ্বমানচিত্রে অঙ্কিত হয় বাংলাদেশ নামক আরেকটি দেশের। আমরা গন্য হই স্বাধীন জাতি হিসেবে। অতঃপর পাকিস্তানের বন্ধিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০-ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে ফিরে আসেন।

পুরোজাতি তাঁর জন্য অপেক্ষা করতে থাকেন। কখন আসবেন তাদের অবিসংবাদিত নেতা, দু‘টি কথা বলবেন তাদের সামনে। পর্যায়ক্রমে সময় গিয়ে চলে আসে সেই মাহিন্দ্রক্ষণ। বেলা ১টা ৪১ মিনিটে তিনি সকলের সামনে উপস্থিত হন। ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। তাঁর ভাষণের অংশবিশেষ ছিলো নিম্নরূপ

“…সকলে জেনে রাখুনÑ বাংলাদেশ এখন বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের স্থান ৪র্থ, ইন্দোনেশীয়া ১ম এবং ভারতের স্থান ৩য়। কিন্তু অদৃষ্টের পরিহাস, পাকিস্তানী সেনাবাহিনী ইসলামের নামে এদেশের মুসলমানদেরকে হত্যা করেছে। ইসলামের অবমাননা আমি চাই না”।
(বঙ্গবন্ধুর ভাষণ, ন্যাশনাল পাবলিকেশন্স, ঢাকা; পৃ.১৬৯)
স্বাধীন বাংলাদেশের স্বাগতিক ভাষণে ছিলো ধর্মীয় চেতনা। আর ভাষণ প্রদান করেছিলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। যদিও তিনি ভাষণের একপর্যায় উল্লেখ করেছিলেন, “এদেশের ভিত্তি বিশেষ কোন ধর্ম ভিত্তিক হবে না”। তার পরও কিন্তু তিনি ধর্মকে ছাড়েন নি। ধর্মকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেন “ইসলামিক ফাউন্ডেশন” নামক সংস্থা। তার মাধ্যমে ইসলামের অমীয় বাণী ছড়িয়ে পড়ে গোটাজগতে।

এছাড়াও তিনি মাওলানা মুহিউদ্দিন খান রহ.-এর ধর্মীয় ম্যাগাজিন পত্রিকা “মাসিক মদিনা” বিনা বাঁধায় চালানোর কথা জানিয়েছিলেন। ইসলামের ব্যাপারে তাঁর আরও অবদান রয়েছে। এর দ্বারা বুঝা যায় তিনি অবশ্যই ধর্মচেতা লোক ছিলেন। যারফলে তাঁর মধ্য থেকে বারবারই ধর্মীয় চেতনা প্রকাশ পেতো। সুতরাং এ কথা নির্দিধায় বলা যায় যে, ধর্মীয় চেতনায় দেশ গড়াই হচ্ছে বঙ্গবন্ধুর চেতনায় দেশ গড়া। আজ যারা ধর্মীয় চেতনাহীন দেশ গড়তে চান, তারা কারা? এটি খুঁজে বের করা বঙ্গবন্ধুর চেতনার সকল সৈনিকে দায়িত্ব বলে মনে হয়। তাহলেই পাওয়া যাবে দেশ বিরোধী চক্রকে।

লেখক, সম্পাদক পল্লীপাতা
ই-মেইল : [email protected]

অন্যরা এখন যা পড়ছেন

মাওলানা আকরাম খাঁ; একজন আলেম সাংবাদিকের জীবনকথা

রকিব মুহাম্মাদ উনিশ শতকের শেষ ভাগের কথা। উপমহাদেশে ইংরেজদের রাজত্ব চলছিল তখন। মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। একদিকে ইংরেজ রাজ-শক্তি, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠবিস্তারিত পড়ুন

ইতিহাসে কে কি আবিষ্কার করেছেন এবং কত সালে জেনে নিন

০১। কম্পিউটার → চার্লস ব্যাবেজ,যুক্তরা স্ট্র (১৮৩৬) ০২। যান্ত্রিক ক্যালকু্লেটর → চার্লস ব্যাবেজ (১৮২২) ০৩। অণুবীক্ষণ যন্ত্র → লিউয়েন হুক,যুক্তরাস্ট্রবিস্তারিত পড়ুন

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান : স্ত্রীর জন্য সম্রাটের বিশ্বসেরা উপহার

ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয় ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon)।বিস্তারিত পড়ুন

  • একাত্তরে লন্ডন কাঁপিয়েছিল শাড়ি পরা বাঙালি মায়েদের যে মিছিল
  • মুক্তিযুদ্ধের বদলে যাওয়া ইতিহাস, কেমন ছিল পত্রিকার পাতায়?
  • কীভাবে এলো পহেলা জানুয়ারি?