Tuesday, October 28, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

October, 2018

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভাইয়ের আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন লেখক আকিদুল ইসলাম সাদী

বাবাকে হারিয়েছি ছোটবেলায়। তারপর থেকে আদর-সোহাগ দিয়ে বড় করেছেন আমার ভাইয়া। বাবার অভাব তিনি কখনও বিন্দুমাত্র বুঝতে দেননি। শত কষ্টের মাঝে তিনি ছায়া হয়ে থেকেছেন। শত আঘাত নিজে সহ্য করেছেন, আমার / আমাদের উপর আসতে দেননি। আজ তাকে নিয়ে খুবই চিন্তিত আমরা! না জানি তার ছায়া আমাদের উপর থেকে উঠে যায় কি-না! অশ্রুসিক্ত হয়ে কথাগুলো বলছিলেন সাহিত্যিক, গবেষক ও কবি আকিদুল ইসলাম সাদী। লেখকের ভাই বরিউল ইসলাম বর্তমানে ঘাড়ের শীরা জনিতবিস্তারিত পড়ুন