March, 2019
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নয়নের মনি || রুপা আক্তার

ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে। হিয়া তুমি চলে গেছো অনেক দামী বলে, নাগালে পাইনি তোমায় কড়ি নেই বলে; হিয়া তুমি চলে গেছো অনেক দামী বলে। যখনই শুনি তুমি গেছো আমায় ছেড়ে অন্যের কাছে হৃদয় ভেঙে গেছে চৌচির হয়ে। সুখের হলি খেলে ভালোবাসার ফুল ফুটিয়ে সেই ফুল ঝরিয়ে তুমি চলে গেছো অনেক দূরে।

