আকিদুল ইসলাম সাদী-এর কবিতার ভাণ্ডার
লেখালেখি
লেখালেখি করলে কি
হয় না ইবাদত?
তবে কেনো এটি নিয়ে
শুধু শুধু গিবত?
প্রশ্ন রইলো সবার তরে
দাও না উত্তর মোরে,
নিন্দুকেরা কেনো তবে
শুধুই নিন্দা করে?
লেখালেখি করে তো আমি
চাই না যশ-খ্যাতি,
চাই শুধু খোদাদ্রোহীর
পদে পদে ক্ষতি।
খোকার ভাবনা
মেঘাচ্ছন্ন ঐ আকাশ পানে
চেয়ে শুধু ভাবি,
টুপুরটুপুর শব্দ করে
বৃষ্টি হয় জানি।
কার কৃপায় হয় ইহা
করেন কে দান?
তার ছোঁয়তে সৃষ্টিকুল পায়
কেমনে সতেজ প্রাণ?
ছোট্ট মনের এই ভাবনাগুলি
বলি মাকে আমি,
কার দোয়াতে চলি বলো
সৃজিলেন কে ভূমি?
মুচকি হেসে মা বললেন
শোনো খোকাবাবু,
সব ভাবনার জবাব হলো
আল্লাহ মোদের প্রভু!
কিছু প্রশ্ন কিছু কথা
মুসলিম নামে আছি যেন
কাজের বেলায় খালি,
দফায় দফায় প্রকাশ পায়
অমুসলিমের বুলি।
নামাজ পড়ি তজবিহ টিপি
মুসলিম নাম জপি,
কাজে-কর্মে, কথা-বার্তায়
গাইরুল্লাহকে সপি।
কোরআন হলো সংবিধান ভাই
আমরা মুসলিম জাতি,
ন্যায় বিচার পাই না তাতে
চাই অন্যের প্রতি।
এমন হলে মুসলিম কি সে?
জানতে ইচ্ছে জাগে,
মুসলিম জানি গাইরুল্লাহ সব
লাথি মারে আগে।
তাহলে কেনো তার প্রতি
তোমার এতো মায়া?
আসলে কি মুসলিম তুমি
না অমুসলিমের ছাঁয়া?
নষ্ট করলে আল্লাহ-রাসূলের
ইজ্জত আর শাঁন,
কেউ কিছু বললে তবে
ধরো তার কান।
আল্লাহীনে বললে কিছু
মান বাড়াও তার,
আল্লাহর চেয়ে গাইরুল্লায় কেনো
এতো টান তোমার?
এই প্রশ্নের উত্তরগুলি
উদ্ধার করো ভেবে,
মুসলিম না অন্য তুমি
জেনে নাও ভেবে।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


