আকিদুল ইসলাম সাদী-এর কবিতা
৬ দফার রূপরেখা
এক দফা
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি
শাসনতান্ত্রিক কাঠামো দেশের
এমন হতে পারে,
লাহোর প্রস্তাবের ভিত্তি হবে
যুক্ত পাকের তরে।
আইন পরিষদের ক্ষমতা হবে
সার্বভৌম ভাই,
তার জন্য সরাসরি ভোটের
নির্বাচনী চাই।
দুই দফা
কেন্দ্রিয় সরকারের ক্ষমতা
কেন্দ্রিয় সরকারের ক্ষমতা কেবল
দু‘টি ক্ষেত্রে রবে,
দেশ রক্ষা আর বৈদেশিকনীতি
সেখান থেকে চলবে।
এছাড়া যতো খাত আছে
বাকী সব বিষয়,
অঙ্গ-রাজ্য থাকবে সব
নিরঙ্কুশ ক্ষমতায়।
তিন দফা
মুদ্রা ও অর্থ সম্বন্ধিয় ক্ষমতা
মুদ্রার ব্যাপারে আবেদন করি
এমন হওয়া চাই,
যেকোন একটি বাস্তবায়ন হলে
উন্নতি হবে ভাই।
পৃথক দু‘টি মুদ্রা হবে
সমগ্র দেশের তরে,
হালের মতো একটি মুদ্রাও
চালু থাকতে পারে।
মূলধন পাচারে ব্যবস্থা নিবে
শাসনতন্ত্রে ভাই,
পূর্ব-পাকের আলাদা ব্যাংকিং
আর্থিকনীতি চাই।
চার দফা
রাজস্ব কর ও শুল্ক সম্বন্ধিয় ক্ষমতা
অঙ্গ-রাজ্য কর ধর্যের
সার্বভৌম ক্ষমতায় রবে,
কেন্দ্রিয় সরকার এই ব্যাপারে
তাদেরকে ছেড়ে দিবে।
ব্যয়ের তরে কেন্দ্র কিন্তু
একটি অংশ পাবে,
তাই দিয়ে কেন্দ্রিয় সরকার
তহবিল গঠন করবে।
পাঁচ দফা
বৈদেশিক বানিজ্য বিষয়ক ক্ষমতা
প্রতি রাজ্যের বৈদেশিক বানিজ্য
পৃথক হিসেব হবে,
তার মাধ্যমে অর্জিত মুদ্রা
নিজ অধিনে রবে।
কেন্দ্রের জন্য প্রয়োজনীয় মুদ্রা
প্রদান করবে তারা,
দেশীয় দ্রব্য রাজ্যে চলবে
দেবে না কেহ বাঁধা।
নিজস্ব বণিক প্রতিনিধী সবার
বিদেশে করবে গমন,
শাসনতন্ত্র এ ব্যাপারে দিবে
চুক্তি সম্পাদন।
ছয় দফা
আঞ্চলীক বাহিনী গঠনের ক্ষমতা
স্থানীয় সব সংহতি আর
শাসনতন্ত্র রক্ষার তরে,
রাজ্যের অধিনে আধা-সরকারি বা
আঞ্চলিক সেনা রবে।
এই ছয়টি দফা ছিলো
বাংলাদেশের মুক্তি,
এর দ্বারাই পেয়েছি মোরা
স্বাধীনতার শক্তি।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


