রোজা; আকিদুল ইসলাম সাদী
সময়ের চাকা ঘুরে ঘুরে
বছর হয় পার,
তারাবির জামাত ওঠে জমে
মসজিদে আবার।
সেহরি খেয়ে প্রভাতে ভাই
রোজা রাখবো দিনে,
পাপ সব মুছে যাবে
কৈফিয়ত বিনে।
রমজান মাসে পড়বো সবে
নামাজ ও কোরআন,
তাহলে প্রভু খুশি হবেন
রহিম-রহমান।
হাশর দিনের হিসেব নিকেশ
সহজ যে হবে,
মহান প্রভু দয়া করে
জান্নাতে দিবে।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


