৪ মে ‘কবিতায় আঁকি জীবন’
ইতিহাস, প্রেম, মানবতা আর নারীর একান্ত কিছু অনুভূতি ছোঁয়ার বাসনায় প্রথমবারের মতো আবৃত্তি প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে ‘বৈঠক’। ৪ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ প্রযোজনা।
উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভুঁইয়া, অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ও আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন প্রমুখ।
‘কবিতায় আঁকি জীবন’ শিরোনামে প্রযোজনার মাধ্যমে কবিতার বিমূর্ততায় জীবনের নানাদিকের অবয়বকে দেখার চেষ্টা করেছে বৈঠকের সদস্যরা। অনুষ্ঠানে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী সালমা শবনম, নাজনীন নাজ, আনজোমোরা মুন্নী, উম্মে হাবিবা শিবলী, আসাদুজ্জামান সাজু ও হাসান মাহাদী লাল্টু।
অন্যরা এখন যা পড়ছেন
নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


