Wednesday, October 29, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

কবিতা

ব্যথা কাব্যের প্রাসাদ

ব্যথা কাব্যের প্রাসাদ
আমিনুল ইসলাম মামুন

ব্যথা জমিয়ে কাব্যের প্রাসাদ গড়েছি
গড়তে চাইনি কখনো
এ তোমার মহান কৃপা!
প্রাসাদের মূল গেইট দিয়ে
উঁকি-ঝুকি দেয় সুখেরা
কিন্তু ব্যর্থ হয় তারা।

প্রাসাদের গা থেকে বিচ্ছুরিত আলো
আলো নয়
সে-তো গায়ে বিদ্যমান
কষ্টের রেখাগুলো সুক্ষ্মভাবে অবলোকনের জন্য
ব্যথারই অন্য রূপ।

ব্যথা মানে কি?
অন্ধকার?
নরক?
ধ্বংসাবশেষ?
না কি তার চেয়ে যন্ত্রণাদায়ক অন্য কিছু?

আমি বিশাল এক প্রাসাদের মালিক
বয়ে চলেছি আমি তা আমার বুকে।
এ তোমার মহান কৃপা!
কৃতজ্ঞ আমি তোমার কাছে!

আমাকে এই দেনাদারিত্বের দায় থেকে
মুক্তি দিয়ে দিও।
তোমার এ ঋণ
শোধতে পারবো না আমি
কোনদিন।

অন্যরা এখন যা পড়ছেন

পুষ্পাবাদকারী

আমিনুল ইসলাম মামুন : আবাদের জন্য সুনিপুণ প্রস্তুতি সম্পন্ন হওয়াটা অত্যাবশ্যক। শীতলতা ছাড়া ভালো ফুল ফোটানো খুব একটা সম্ভব হয়বিস্তারিত পড়ুন

বইয়ের কাছে যাই

বইয়ের কাছে যাই আমিনুল ইসলাম মামুন ফুলের সুবাস হার মেনে যায় নতুন বইয়ের ঘ্রাণে মিষ্টি বাতাস দেয় দোলা দেয় বইবিস্তারিত পড়ুন

রুপার চোখে জল

আমিনুল ইসলাম মামুন : এই পথে প্রতিদিন সকালে অফিসে যায় আদিত্য। শান্ত চেহারার ছেলেটি সুঠাম দেহের অধিকারী। গায়ের রং উজ্জ্বল।বিস্তারিত পড়ুন

  • আমিনুল ইসলাম মামুন-এর একগুচ্ছ ছড়া…