ভাইয়ের আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন লেখক আকিদুল ইসলাম সাদী
বাবাকে হারিয়েছি ছোটবেলায়। তারপর থেকে আদর-সোহাগ দিয়ে বড় করেছেন আমার ভাইয়া। বাবার অভাব তিনি কখনও বিন্দুমাত্র বুঝতে দেননি। শত কষ্টের মাঝে তিনি ছায়া হয়ে থেকেছেন। শত আঘাত নিজে সহ্য করেছেন, আমার / আমাদের উপর আসতে দেননি। আজ তাকে নিয়ে খুবই চিন্তিত আমরা! না জানি তার ছায়া আমাদের উপর থেকে উঠে যায় কি-না!
অশ্রুসিক্ত হয়ে কথাগুলো বলছিলেন সাহিত্যিক, গবেষক ও কবি আকিদুল ইসলাম সাদী।
লেখকের ভাই বরিউল ইসলাম বর্তমানে ঘাড়ের শীরা জনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসক অতিদ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। লেখক আকিদুল ইসলাম সাদী ভাইয়ের আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া
لَا بَأْسَ طُهُوْرٌ اِنْشَاءَ اللهُ
উচ্চারণ : লা- বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ।
অর্থ : ‘ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ (বুখারি, মুসলিম, মিশকাত)
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন-
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ – وَاشْفِ اَنْتَ الشَّافِي – لَا شِفَاءَ اِلَّا شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمًا
উচ্চারণ : আজহাবিল বা’সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-, লা শিফাআ’ ইল্লা- শিফা-উকা শিফা-আ’ লা ইউগাদিরু সুক্বমা।
অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ।’ (বুখারি, মিশকাত)
অন্যরা এখন যা পড়ছেন
মুক্ত লেখনী সাহিত্য পরিষদ
মুক্ত লেখনীর বিগত কমিটি বিলপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ নতুন কমিটির তালিকা প্রকাশ করা হবে।
জুমার দিন খুৎবা চলা অবস্থায় দান বাক্স চালানো যাবে কি ?
অনেক মসজিদে দেখা যায়, খুৎবা চলা অবস্থায়ও দানবাক্স চলতে থাকে। হাদীস শরীফে খুৎবা চলা অবস্থায় অন্যকে চুপ করতে বলাকেও অনর্থকবিস্তারিত পড়ুন
কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছে এই বানরের বাচ্চাগুলো (দেখুন ভিডিওতে)
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


