Wednesday, October 29, 2025

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামাল মাহদী’র জন্মদিন আজ

আজ ২ মে, বিংশ শতকের সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামাল মাহদী’র শুভ জন্মদিন। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

প্রাইমারী স্কুল শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পূত্রের মধ্যে মোস্তফা কামাল মাহদী ২য় সন্তান। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ, ইসলামী শিক্ষায় এম.এ, কামিল এম.এ, ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন।

নব্বই দশকের মাঝামাঝিতে তিনি সাহিত্য ও লেখালেখি জগতে প্রবেশ করেন। বর্তমানে তিনি একজন খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, সংগঠক, আলোচক ও ইসলামী চিন্তাবিদ।

২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন। কাজ করেছেন সাপ্তাহিক খোরাক (ভ্রাম্যমান প্রতিনিধি), সাপ্তাহিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক সোনার বাংলা (জেলা সংবাদদাতা(,দৈনিক সংগ্রাম (সংবাদদাতা), দৈনিক নয়াদিগন্ত (সংবাদদাতা) হিসেবে। লেখালেখি করেছেন এম.কামাল, মোস্তফা কামাল মাহদী, এম.কে মাহদী, মাহদী কামাল, মোস্তফা মাহদী,ইবনে আঃ রব এবং সানী মতিউর নামে।

ছিলেন বুনন (২০০৪), স্কুল বিচিত্রা (২০০৯), আর্থিক খবর(২০১০ )এর নির্বাহী সম্পাদক হিসেবে এবং আয়না (২০০৬) , শিক্ষা পরিক্রমা (২০১১), সাপ্তাহিক দেশকন্ঠ(২০১১ )এর সম্পাদক হিসেবে। কাজ করেছেন বুনন সাহিত্য সাংস্কৃতিক সংসদ (২০০৪) এর সাধারণ সম্পাদক, সকাল সাংস্কৃতিক সংসদ (২০০৭- চেয়ারম্যান মাওলানা তারিক মুনাওয়ার) এর প্রচার সম্পাদক হিসেবে।

দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) নামে ২টি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন এবং অপ্রকাশিত রয়েছে প্রায় অর্ধ ডজনের মতো গ্রন্থসমূহ।

তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকা এবং দেশগ্রাম ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, জাগো মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,দেশগ্রাম মিডিয়া হাউজ এর চেয়ারম্যান,ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)এর কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই দিনে (২মে) মোস্তফা কামাল মাহদী ছাড়াও আরো জন্মগ্রহণ করেছেন আল্লামা উবায়দুল হক (খতিব), সত্যজিৎ রায় (চিত্রপরিচালক), ব্রায়ান লারা (ক্রিকেটার), উইলিয়াম রক (রেসলার কিং), উইলিয়াম ব্যাকহেম (ফুটবলার), ফয়েজ আহমেদ (কবি), মোস্তফা সরোয়ার ফারুকী (চিত্রপরিচালক), মাইকেল বোহনেন (শিল্পী), এক্সেল স্প্রিংয়ার (সাংবাদিক), জন নেভেলি (অভিনেতা), লিলি এ্যালিয়েন (কম্পোজার), মার্টিন টোনডার (লেখক), গোটফ্রেন্ড বিন (লেখক) এবং ক্যাথারিন দ্যা গ্রেট এর বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব।

অন্যরা এখন যা পড়ছেন

বাংলাদেশ সমকালীন কবি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

বাংলাদেশ সমকালীন কবি পরিষদ (বাসকপ) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) রাজধানীর বাংলাবিস্তারিত পড়ুন

বইমেলায় নাজমীন মর্তুজা’র “নদীটির চন্দন জল”

এবার একুশে বইমেলায় আসছে কবি, গবেষক ও কথাসাহিত্যিক নাজমীন মর্তুজা’র ছোটগল্প সংকলন বই “নদীটির চন্দন জল”। বইটি প্রকাশ করছে ইছামতিবিস্তারিত পড়ুন

‘দেশগ্রাম পরিবার’র উদ্যোগে ইফতার মাহফিল

জাতীয় সাপ্তাহিক দেশগ্রাম ও বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • পহেলা জুন কবি আবদুল হাই ইদ্রিছী’র জন্মদিন
  • কবি নজরুলের নামে আন্তর্জাতিক পদক প্রবর্তনের দাবি
  • পাঁচ পুরস্কারের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি
  • জাগো ফাউন্ডেশনের সম্মাননা পেলেন সাংবাদিক নাইস নূর
  • বায়ান্ন’র প্রবন্ধ গ্রন্থে লেখা আহবান
  • সাহিত্যে প্রণোদনা পদক পেলেন হাবীবাহ্ নাসরীন
  • লেখা আহবান
  • মুক্ত লেখনী | পৃষ্ঠা- ৪
  • মুক্ত লেখনী | পৃষ্ঠা- ৩
  • মুক্ত লেখনী | পৃষ্ঠা- ২
  • সভাপতির কিছু কথা….